।
মোঃ মজিবর রহমান শেখ,,
আসন্ন ২৬ তারিখের নির্বাচন ঘিরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ২০টি ইউনিয়নে চলছে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন পন্থা অবলম্বন করছে প্রার্থীরা। তবে এবার একটি প্রাইমারী স্কুলের মাঠেই নৌকা মার্কার নির্বাচনী অফিস গড়ে তুলেছেন প্রার্থীর সমর্থকরা। এমনি দৃশ্য চোখে পড়েছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কুশলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়াও নির্বাচনী অফিস সর্বোচ্চ ৩ টি থাকার নিয়ম থাকলেও, ইউনিয়ন ঘুরে ১১টি নৌকার অফিস চোখে পড়েছে। সেখানে গিয়ে দেখা যায়, যথাযথভাবে স্কুল চলছে। কিছু শিশু স্কুলের মাঠে খেলছে। আর স্কুলের মাঠের ঠিক সামনে একটি নৌকা মার্কার নির্বাচনী অফিস গড়ে তোলা হয়েছে। যদিও স্কুলের মাঠে নির্বাচনী অফিস নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন বলছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচনী কর্মকর্তা।
স্কুলের মাঠে নির্বাচনী প্রচারণা অফিসের বিষয়ে জানতে কথা হয় স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, স্কুলের মাঠে নির্বাচনী অফিসের কোনো অনুমতি আমার কাছে নেওয়া হয়নি। যখন মাঠে অফিস নির্বাচনের কাজ চলছিলো, আমি বাধা দিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শুনেননি। স্কুলের সভাপতি ও সহকারী শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছি। এই বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার চেষ্টা করেও স্কুল সভাপতির সঙ্গে যোগাযোগ করা যায়নি। কুশলগাঁও প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন জানান, স্কুলের মাঠে অফিস নির্মাণের অভিযোগ পেয়েছি। তবে এখনও দেখিনি, স্কুলে গিয়ে অফিসটি দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। রুহিয়া পশ্চিম ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী অনিল কুমার সেন কে স্কুলের মাঠে অফিসের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, সেখানে কোনো অফিস থাকার কথা না। কে সেই অফিস নির্মাণ করেছে তা খোজ নেওয়া হবে।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পর কোনো সরকারি প্রতিষ্ঠানের মাঠে নির্বাচনী অফিস করা যাবে না। কোনো সভা সমাবেশ করার বিধানও নেই। এই বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। খোজ নিয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ মজিবর রহমান শেখ
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.