মাগুরা প্রতিনিধি বোরহান উদ্দিন।
দীর্ঘদিন সংস্কারের অভাবে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ঠাকুরের হাট থেকে আলোকদিয়া বাজার পর্যন্ত সড়কটি বেহাল। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট বড় দু’শর বেশি গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি দিয়ে ইট ভাটার ট্রলি, ১০ চাকার ট্রাক ও ড্রাম ট্রাক চলায় এই দুরবস্থা।
সরেজমিনে দেখা গেছে, অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ সড়কটি। ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার বাবুখালী ইউনিয়নের ধরীর ব্রিজ হয়ে সদরের আলোকদিয়া বাজার পর্যন্ত সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ এ সড়ক দিয়ে যানবাহনের মাধ্যমে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের যাতায়াত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে দুই শতাধিক ছোট-বড় গর্ত।
এই সড়কের পাশে অমরেশ বসু ডিগ্রি কলেজ ও পুখুরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠান দুটির কয়েক হাজার শিক্ষার্থী এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। পাশেই পুখুরিয়া দাখিল মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। শিক্ষার্থীরা জানায়, সম্প্রতি স্কুলে আসার সময় অটো উল্টে কয়েকজন আহত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে আসা যাওয়া করে। অনেক বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে সড়কে। দ্রুত এই রাস্তাটি সংস্কারের জোর দাবি জানায় তারা।
বাবুখালীর অটোরিকশা চালক আল আমিন বলেন, ‘১০ বছর এ সড়ক দিয়ে গাড়ি চালাই। বড় বড় গর্তের কারণে অনেকবার রোগী ও যাত্রীদের নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছি।’
পুখুরিয়া গ্রামের বাসিন্দা রাকিব হোসেন বলেন, ‘সড়কের দুই পাশে দুই ফুট করে গভীরতা সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে যেকোনো চালক ভয় পাবেন। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের বিপদ হতে পারে। কয়েকবার গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হয়েছি এই ভাঙা রাস্তায়।’
বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, ‘অতিরিক্ত মালামাল বোঝাই গাড়ি চলাচলের কারণে রাস্তায় ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকবার আমি বিষয়টি মাসিক সভায় উত্থাপন করেছি। শুনেছি এলজিইডি কর্তৃপক্ষ দ্রুত কাজটি শুরু করবে।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসাইন বলেন, ‘ওই সড়কের কিছু অংশ সদর উপজেলায় পড়েছে। তবে আমাদের অংশের সংস্কারকাজ দ্রুত শুরু হবে।’
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.