রিয়াজুল ইসলাম রিয়াজ, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনের শুরুতেই আনন্দ-উৎসবে মেতে উঠেছে নাটোরের সর্বস্তরের মানুষ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়।
বৃহস্পতিবার সুর্যোদয়ের সাথে সাথে শহরের স্বাধীনতা চত্বরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি সৌধ এলাকায় ৫০ বার তোপধ্বনি করার পর জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলন করা হয়। পরে স্মৃতি সৌধে পপুস্পার্ঘ নিবেদন করা হয়। পুস্পার্ঘ নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাংসদ রতœা আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ মুক্তিযোদ্ধা এবং সকল স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অপরদিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছে।
নাটোরে ৮ বছরের শিশুকে হত্যা
রিয়াজুল ইসলাম রিয়াজ, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় আট বছর বয়সী আসিফ (৮) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার(১৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বাড়ির পাশে কচু জমিতে শিশুর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত শিশুটি উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর ছেলে এবং পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করে। কোথায় না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতেও খবর নেওয়া হয়। পরে বুধবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে ৫০০শ গজ অদূরে একটি কচু জমি থেকে শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুর লাশ উদ্ধার করে।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে খুব দ্রæত মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত
রিয়াজুল ইসলাম রিয়াজ, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার বিশ^রোড মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সানোয়ারুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, বিশ^রোড পার হওয়ার সময় সানোয়ারুল ইসলামকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখি একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দিকে সকাল ৯টার সময় উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যানে থাকা সাব্বির হোসেন (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, শিশু সাব্বির হোসেন তার নানা বাড়ি হতে ভ্যান যোগে নিজ বাড়ি রায়পুরে যাচ্ছিল। নওপাড়া মাঠপাড়া পৌছালে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল অটোভ্যানকে স্বজোরে ধাক্কা দিলে ভ্যান থেকে শিশু সাব্বির হোসেন ছিটকে রাস্তায় পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, ওই মোটরসাইকেল চালক নওপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ফাহাদ হোসেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.