তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালিজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যোগ্য প্রার্থী বাছাই করতে গনজমায়েতের আয়োজন হয়েছে।
শুক্রবার(১৭ই ডিসেম্বর)বিকেলে উপজেলা বালিজুড়ী ইউনিয়নের ২২টি গ্রামের মানুষের অংশ গ্রহণে আনোয়ারপুর বাজারে এ গনজমায়েত অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুর জহুর তালুকদারের সভাপতিত্বে ও বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ময়না মিয়ার সঞ্চালনায়
বক্তব্য রাখেন,জাতীয় পাটির চেয়ারম্যান নজির হোসেন,বালিজুড়ী ইউনিয়ন আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির,বালিজুড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,ইউনিয়ন যুবলীগ সভাপতি
জিয়া উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক বাবলু,ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ,সোহেল মেম্বার, ফারুক মেম্বার,রেনু মেম্বার,বুলবুল মিয়া মেম্বার,
ইউনিয়ন শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,ইউনিয়ন যুবলীগের সহসভাপতি উজ্জ্বল আহমেদ,ইউনিয়ন আ,লীগের সহসভাপতি ইসমাইল মিয়া,কয়েছ মিয়াসহ বালিজুড়ী ইউনিয়ন সর্বস্থরের মানুষ।
এসময় বক্তাগন বলেন,আমাদের এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে যে এই এলাকায় মানুষের কাছে যে সব সময় কাছে থাকবে,উপকার করবে,কোন কাজে হয়রানী করবে না,পেশী শক্তির দাপট দেখাবেনা,এলাকার উন্নয়নে কাজ করবে,সৎ ও যোগ্য তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে সবাই ঐক্যমত পোষণ করেন সবাই।
এসময় অভিযোগ করে বক্তাগন বলেন,চেয়ারম্যান পদে কেন্দ্রীয় বন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসাইন,বালিজুড়ী ইউনিয়ন আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মিলন তালুকদার,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির প্রমুখ যোগ্য প্রার্থী থাকার পরও
যোগ্য প্রার্থীদেরকে মুল্যায়ন না করে ইউনিয়ন আ,লীগের সভাপতি আতাউর রহমান নিজে ও তার সাথে দুজন ডেমি প্রাথী দিয়ে
রেজুলেশন জেলায় পাঠিয়েছে। রেজুলেশনের বিষয়টি জেলা আ,লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করা হলে তারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের আবেদন করতে বললে প্রার্থীরা আবেদন করেছেন। এই আবেদন জেলা আ,লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন কেন্দ্রে পাঠাবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.