চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ
বিজয়ের আনন্দে মহানন্দায় নৌকা বাইচ প্রতিযোগিতা
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছে হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এ প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহানন্দা নদীর খালঘাট থেকে শুরু হওয়া নৌকা বাইচ শেষ হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ঘাটে শেষ হয়। এ সময় মহানন্দা পাড় ও সেতুর ওপর থেকে হাজারো মানুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।
নৌকা বাইচে প্রথম হয় গোমস্তাপুর উপজেলার চৌডালার আবু মাঝির দল, দ্বিতীয় হয় সদর উপজেলার নশীপুরের জয় মাঝির দল ও তৃতীয় হয় চৌডালার পলাশ মাঝির দল। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেব ৪৩ ইঞ্চি টিভি, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি টিভি ও তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি টিভি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন, গ্রাম বাংলার জনপ্রিয় নৌকা বাইচ খেলার সঙ্গে নতুন প্রজন্ম খুব বেশি পরিচিত নয়। এমন আয়োজন তাদেরকে একদিকে যেমন বিনোদন দেয়, তেমনি নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে সহযোগিতা করে। আগামীতে আরও বড় পরিসরে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, সবার সহযোগিতায় নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষ আনন্দঘন পরিবেশে নৌকা বাইচ উপভোগ করেছেন। মহান বিজয় দিবসকে আনন্দমুখর ও স্মরণীয় করতেই এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা টিকিয়ে রাখতেও এমন আয়োজন ভূমিকা রাখবে।
নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, পৌর মেয়র মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব উল ইসলাম প্রমুখ
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.