নিজ ছেলেই খুনের আসামী মোঃ মহিউদ্দিন ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ ৯নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত আমিনুল হক ওরফে নোমানী হুজুর (৪৩) কে তারই আপন বড় ছেলে হত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনা সূত্রে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত্রি অনুমান ৯টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ভোলা সদর থানা পুলিশ সংবাদ পায় যে, অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে নোমানী হুজুর গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখঃ ০৭/০৯/২০২৫ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড)। মামলা দায়েরের পর ভোলা সদর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর নিহতের বড় ছেলে মোঃ রেদেয়ানুল হক (১৭) কে ডিবি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অকপটে তার পিতাকে হত্যার কথা স্বীকার করে। তার দেখানো মতে ভিকটিমের বাড়ির পেছনের খালপাড় থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। বর্তমানে মামলাটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলা’র নিকট তদন্তাধীন রয়েছে। পরিবারের সদস্যের হাতে পিতার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের ছাপ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।