মোঃ মহিউদ্দিন ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারে ১৩সেপ্টেম্বর শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হলো জলসিঁড়ি সাহিত্য আড্ডা'র চতুর্থ মাসিক সাহিত্য সভা। সভায় সভাপতিত্ব করেন শাহাবউদ্দিন শামীম কবি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা সরকারি গণ গ্রন্থাগারের সহকারী পরিচালক সবুজ খান। শুরু থেকেই প্রাণবন্ত সাহিত্য পরিবেশে স্বরচিত ছড়া, কবিতা, নানা সাহিত্য পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। উক্ত অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্ব কথা সাহিত্যিক কবি কালাম ফয়েজী উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছেন। কবিতা ও লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি প্রভাষক ডাঃ মোঃ মহিউদ্দিন কবি কামরুন নাহার, কবি শাহনাজ পারুল, কবি বিলকিস জাহান মুনমুন, কবি আল মনির, ফাতেমা জাহান, শাহাবউদ্দিন শামীম,সাধন চন্দ্র বসাক, কবি শাহিনা বেগম, কবি শায়লা ফেরদৌস, কবি সাহারা শারমিন, কবি শহরিমা সুমাইয়া স্বর্ণা প্রমুখ।
লেখা পাঠ শেষে জলসিঁড়ি সাহিত্য আড্ডার পৃষ্ঠপোষক, বিশিষ্ট লেখক ও গবেষক সাধন বসাক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক ও দীর্ঘ আলোচনা করেন। সাহিত্য আড্ডার সঞ্চালনায় ছিলেন কবি ও প্রফেসর রিপনশান । পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের আহ্বায়ক কবি ও ছড়াকার শাহাবউদ্দিন শামীম। জলসিঁড়ি সাহিত্য আড্ডার এই মাসিক আয়োজন শুধু তোলার সাহিত্যপ্রেমীদের একত্রিত করেনি বরং নতুন প্রজন্মের লেখক-কবিদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।