পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) নিউ সফুরা স্যানেটারি এন্ড টাইলস ফ্যাশন শুভ উদ্বোধন ও সফলতার ১৬ বছর পূর্তি উদযাপন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া ঝলমলিয়া বাজারে ১২ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয়,নিউ সফুরা সেনেটারী এন্ড টাইলস ফ্যাশনের আয়োজনে,নিউ সফুরা সেনেটারী এন্ড টাইলস ফ্যাশন শুভ উদ্বোধন ও সফলতার ১৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডক্টর মোঃ সেলিম হোসেন,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মিরান আযম,এরিয়া সেলস ম্যানেজার রাজশাহী ডিভিশন। আলহাজ্ব আতাউর রহমান (বকুল) মা জুয়েলার্স ঝলমলিয়া বাজার পুঠিয়া রাজশাহী।আরো উপস্থিত ছিলেন,নিউ সফুরা সেনেটারী এন্ড টাইলস ফ্যাশন এর পরিচালক,আলহাজ্ব মোঃ ইমাম মেহেদী হাসান (শাকিল)। এছাড়াও উপস্থিত ছিলেন,মাওলানা মোঃ ইসমাইল হোসেন ঝলমলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মুফতি মোঃ আতিকুর রহমান মুহাতামিম মেফতাহুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা পুঠিয়া।
মাওলানা মোঃ আনোয়ার হোসেন ইমাম পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।প্রভাষক মোঃ শামীম রেজা বাপ্পি সেক্রেটারি ত্রিমোহনী বাজার কমিটি পুঠিয়া,রাজশাহী। আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোঃ এমাম আবু হানিফা সহযোগী অধ্যাপক বিরালদহ ফাজিল মাদ্রাসা। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ জহুরুল ইসলাম পেশ ইমাম পুঠিয়া ফায়ার সার্ভিস মসজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন,টাইলস মিস্তিরি,স্যানেটারী মিস্তিরি, ইলেকট্রিক মিস্তিরি,মোঃ রানা মন্ডল পুঠিয়া ইমারত সমিতির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও এলাকার পুরনো রাজ মিস্তিরি এবং সাটারিং মিস্তিরি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।