ইয়াছিন মোল্লা,(সোনারগাঁও প্রতিনিধি) ;আসছে আগামি ২৬ ডিসেম্বর আসন্ন ৪র্থ ধাপের নির্বাচনে,সোনারগাঁওয়ে বৈদ্যার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছিল প্রতিটি পারা মহল্লা।কিন্তু হাঠাৎ করে গতকাল রাতে নৌকার প্রতিক নিয়ে লড়াই কৃত আলামিন সরকারের টাঙানো নৌকায় আগুন জ্বালিয়ে দেয় দূর্বৃত্তরা,এই সময় পুরো গেছে তার টাঙানো নৌকা,ব্যানার,পোস্টার ও পেন্ডেল।ঘটনাটি ঘটেছে বৈদ্যার বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দামোদরদী এলাকায়।
এই ঘটনায় ক্ষোপ জানিয়েছে,নৌকার প্রার্থী আলামিন সরকার।তিনি জানান তার দলের জয় জয়কার ভাব দেখে সতন্ত্র দুই প্রার্থী, ঘোড়া মার্কার ডাঃ আব্দুর রউফ ও আনসার মার্কা নিয়ে লড়াই করা মাহবুবুর রহমান সরকারের লোকেরাই এই কাজ করেছে।তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে!এই ঘটনায় সতন্ত্র দুই প্রার্থী ডাঃ আব্দুর রউফ ও মাহবুবুর রহমান সরকার বলেন তাদের ফাঁসাতে কে বা করা এই কাজ করেছে। তারাও চায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করা হোক।এই সময় তারা অযথা কেউকে হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
এই ঘটনা আলামিন সরকারের বড় ভাই বাচ্চু সরকার বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে।
এই সময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান জানান,ঘটনাটি বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে।সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.