স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত। বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্তকরে জেলা সমাবেশে শান্তি,শৃংখলা, উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানকে সামনে রেখে ২০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি,ওএসপি। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক এস এম আক্তারুজ্জামান এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ডার মো. কামারুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ভিডিপি প্রশিক্ষন) এ কে এম জিয়াউল হক আলম, বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কোম্পানী কমান্ডার আঃ জলিল খন্দকার, ওয়ার্ড দলনেতা ফাতেমা আক্তার, ইউনিয়ন দলনেতা আবু সিদ্দিক প্রমুখ। সভায় ৩৬ দলনেতাকে একটি করে বাইসাইকেল, ৪ জন দলনেত্রীকে সেলাই মেশিন, ২৪ জন আনসার সদস্যকে কম্বল ও ১০ জনকে একটি করে ছাতা প্রদান করা হয়। সমাবেশে চার শতাধিক আনসার ভিডিপি সদস্য অংশগ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি,ওএসপি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.