এস.এম বিপু রায়হান
সিরাজগঞ্জ থেকে
জেলার তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাক এই অভিযোগ করেন।
তিনি বলেন ইউনিয়নের ভোগলমান চারমাথা মোড়ে সোমবার সন্ধ্যায় তার কর্মী আব্দুল আজিজ তার আনারস প্রতীকের পোস্টার লাগাতে যান।
“সে সময় নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুসের দুই ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অতর্কিতে হামলা চালানো হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজিজকে গুরুতর আহত করেন। তাকে রক্ষা করতে গেলে আরেক কর্মী আব্দুল লতিফকেও (৫৫) মারধর করা হয়। ঘটনার সময় পোস্টারও ছিনতাই করা হয়েছে।”
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
এ ঘটনায় আহত আজিজের ছেলে রুহুল আমিন মঙ্গলবার সকালে ১৯ জনের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মো. ফজলে আশিক।ওসি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয়পক্ষকে সতর্ক করেছে। আর মামলার পর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
তবে নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস সরকার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাকে বিতর্কিত করতে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
স্বতন্ত্র প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হন।
আগামী ৫ জানুয়ারি এ উপজেলার চার ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.