গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.রহমত আলী
গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের আ’লীগের প্রার্থী মো. আব্দুল মতিন বলেছেন, তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হাজেদা বেগম ও তার ছেলে হাবিব মন্ডল পোষ্টার ছেঁড়ার মিথ্যে অপপ্রচার চালাচ্ছেন।
বুধবার বেলা ১১টায় আব্দুল মতিন তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় মতিনের বড় ভাই আব্দুল মজিদসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতিন আরো বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাজেদার লোকেরাই তাদের ঘোড়া প্রতীকের পোষ্টার ছিঁড়ে ফেসবুকে মিথ্যাচার করছে। ৫জানুয়ারি ভোট দিয়ে জনগন নৌকাকে বিজয়ী করে এর জবাব দেবেন।
এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক বিদ্রোহী প্রার্থী হাজেদা বেগম ও তার ছেলে হাবিব মন্ডল বলেন, নৌকার প্রার্থী আব্দুল মতিনের ছেলে সোহান তার দলবল নিয়ে শিধুলী, চরকাদহ ও চলনালী এলাকায় গভীর রাতে তাদের ঘোড়া প্রতীকের পোষ্টার ছিঁড়ে অগ্নিসংযোগ করেছেন। এবিষয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।#
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.