স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি) আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় অর্থায়ন ও তত্ত্বাবধায়নে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২২ ডিসেম্বর সকাল ১০ টায় " শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা "এই শ্লোগানকে সামনে রেখে কারিগরি বৈদেশিক কর্মসংস্থানের জন্য নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাঈনুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হুমায়ন কবির।
টিটিসি ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুজ্জামানের সঞ্চালনায় টিটিসি ইঞ্জিনিয়ার আবু বারেক বিশ্বাস এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এর প্রতিনিধি খোন্দকার ফেরদৌস আহম্মেদ, প্রবাসী কল্যান ব্যাংক ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী প্ররিচালক মোঃ মাহমুদ উল্ল্যাহ আকন্দ,১০ নং মরিচ বুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম মৃধা,১১নং আউলিয়াপুর ইউনিয়নের সচিব মোতাহার উদ্দিন,বদরপুর ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল হাসান ও ৪,৫,৬, নং ওয়ার্ড ইউপি সদস্য নাসিমা রহমান প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.