শিহাবুর রহমান শাকিব, ঢাকাঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজু ও মোছাঃ মনি আক্তার।
২২ ডিসেম্বর, ২০২১ (বুধবার) বিকাল ৪:২০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে রাজু ও মনিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন যায়গায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর নির্দেশনায় বিমানবন্দর জোনাল টিমের টিম লিডার অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী এর নের্তৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.