মোঃ রেজাউল করিম ঈদগাঁও কক্সবাজার।
কক্সবাজার ডেস্ক। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।
তিনি আজ কক্সবাজারে তথ্য কমিশন ও জেলা প্রশাসন আয়োজিত জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, প্রেস ক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী,পৌর আওযামীলীগ সভাপতি নজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে জেলা-উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অুনষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.