এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের ও বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সদস্য (মেম্বার), সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পড়ানো হয়।
চেয়ারম্যানদের শপথ পড়ান জেলা প্রশাসক ড. আতাউল গণি ও সদস্যদের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী শপথ বাক্য পাঠ করান। গত ১১ নভেম্বর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাঁকড়াজান ইউনিয়নে দুলাল হোসেন (স্বতন্ত্র), বহেড়াতৈলে ওয়াদুদ হোসেন (আ.লীগ), যাদবপুরে এ কে এম আতিকুর রহমান (আ.লীগ) ও বহুরিয়া ইউনিয়নে নুরে আলম মুক্তা (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে জয়লাভ করেন
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চার ইউনিয়নের ৩৬জন সদস্য (মেম্বার), ১২জন সংরক্ষিতমহিলা সদস্য শপথ নেন। ইউএনও চিত্রা শিকারী ছাড়াও ওই সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মুরাদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.