স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৫৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মাহফুজুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা-সরদার আবদুর রশীদ,এডভোকেট, সাবেক এমপি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম, এ সময় বক্তারা বলেন, যে মুক্তিযোদ্ধাগন দেশের শ্রেষ্ঠ সূর্য্য সন্তান, তাদের সম্মান জ্ঞাপন করা আমাদের প্রত্যেক প্রজন্মের কর্তব্য। আসলে তাদের জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ। আমরা তাদের ঋন শোধ করতে পারব না। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। #
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.