যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেফতার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিতে একটি নতুন অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। কোনো অবৈধ অভিবাসী যদি নিজে থেকে দেশে ফিরতে চায় তাহলে সেই সুযোগ সহজ করে দেবে সিবিপি হোম নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অ্যাপটি।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, সিবিপি হোম অ্যাপটি অনাকাঙ্ক্ষিতদের এখনই চলে যাওয়ার এবং স্বেচ্ছায় ফেরত যাবার বিকল্প দেবে, যাতে তারা ভবিষ্যতে বৈধভাবে ফিরতে পারে এবং আমেরিকার স্বপ্ন বাঁচাতে পারে। যদি তারা তা না করে তবে আমরা তাদের খুঁজে বের করব, নির্বাসন দেব এবং তারা আর কখনও ফিরে আসতে পারবে না।
দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসেই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করেছেন। যদিও বাইডেনের তুলনায় তার প্রথম মেয়াদে বহিষ্কারের হার কম ছিল।
ট্রাম্প প্রশাসন অন্যান্য পদক্ষেপও নিয়েছে যা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে চাপ দিতে পারে। ট্রাম্প প্রশাসনের একটি নতুন পদক্ষেপ আগামী ১১ এপ্রিল কার্যকর হতে যাচ্ছে। এর ফলে অবৈধ অভিবাসীদের ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন করতে বাধ্য করা হবে অন্যথায় তাদের জরিমানা বা কারাদণ্ডের মুখে পড়তে হবে।
সিবিপি হোম অ্যাপটি আগে সিবিপি ওয়ান নামে পরিচিত ছিল এবং যা বাইডেন প্রশাসনের অধীনে চালু করা হয়েছিল। এর পরিবর্তন আর পরিবর্ধন করেই এই নতুন এপ্লিকেশনটি চালু করা হয়েছে। বাইডেনের সময় মেক্সিকোর প্রায় ১০ লাখ অভিবাসীকে আইনগত ভাবে সীমান্ত পারাপারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের সুযোগ করে দিয়েছিল এটি।
রিপাবলিকানরা বাইডেনের কর্মসূচির সমালোচনা করে বলেছে, এটি যুক্তরাষ্ট্রে গণঅভিবাসনকে সহজতর করেছে এবং অভিবাসীদের যথাযথ যাচাই-বাছাই করেনি।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd