এস.এম বিপু রায়হান
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিকল্প কর্মসংস্থান না করে ৪০ লক্ষ ব্যাটারী চালিত ইজিবাইক বন্ধের ঘোষণা অমাণবিক, এ অন্যায় সিদ্ধান্ত বাতিল করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ৬ দফা দাবীতে সিরাজগঞ্জে শহরে প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটি আহবায়ক নব কুমারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটির যুগ্ন-আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব আব্দুল করিম সহ অন্যান্যরা।উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ বলেন, ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটি বর্তমান সরকারের নিকট গত দশ বছর যাবত ইজিবাইকের লাইসেন্স ও রোড পারমিটের জন্য আবেদন করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে এ সংশ্লিষ্ট দপ্তরকে একটি নীতিমালা প্রণয়ের জন্য নির্দেশ দেন। এই নির্দেশ অনুযায়ী কর্তৃপক্ষ ২০২১ নীতিমালার একটি খসড়া প্রস্তাবনা ইতোমধ্যে তৈরী করেন। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর সংসদে তা প্রেরণ করেন হলে বর্তমান সরকারকে একটি বিব্রত কর পরিস্থিতি এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাঘ ইকো নামের একটি গাড়ি কোম্পানি তাদের তৈরি গাড়ির ব্যবসা করের লক্ষ্য হাইকোর্টে রিট করেন এবং ইজিবাইক সম্পর্কে কোর্ট কে ভুল বুঝিয়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। যার ফলে ৪৫ লক্ষ্য ইজিবাইক আজ হুমকীর মুখে পড়েছে এবং এদের পরিবার পরিজন সহ প্রায় আড়াই কোটি মানুষ জীবিকা হারাতে বসেছে। এই অমানবিক সিদ্ধান্ত বাতিল করে এই মানুষ গুলোকে বাচানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
উল্লেখ্য ৬ দফা দাবি সমূহ :
১) হাইকোর্টের অন্তরর্তীকালীন আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন।
২) উচ্ছেদ নয় আধুনিকায়ন করে লাইসেন্স প্রদান ও রুট পারমিট প্রদান।
৩) সংগ্রাম কমিটির সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ব্যাটারিচালিত ইজিবাইক মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১ দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি।
৪) বর্তমান সরকারকে বিব্রত করতে বাঘ ইকো মোটর কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৫) ইলেকট্রিক মোটর যান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা ২০২১ ব্যাটারিচালিত ইজিবাইক কে অন্তর্ভুক্ত করতে হবে।
৬) আর যদি বন্ধ করতেই হয় তবে ৪৫ লক্ষ শ্রমিককে ক্ষতিপূরণ, গাড়ির মূল্য ফেরত মূল্য ফেরত এবং একটি করে চাকরি নিয়োগ পত্র দিতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.