স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ অপচেষ্টা এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলার চুনকুড়ি গ্রামের বৈশাখী বিশ্বাস,তিনি বলেন,চুনকুড়ি মৌজায় আমাদের বাপদাদার পৈত্রিক বসতভিটাসহ ১১.৬৪ একর সম্পত্তি যা আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ন ভোগ দখলে আছি। গত ১৪ ডিসেম্বর সকালে আমরা উক্ত জমির ধান কাটতে গেলে স্থানীয় রবীন্দ্রনাথ মোড়লের নেতৃত্বে একদল লাঠিয়াল সন্ত্রাসী সেখানে বাঁধা দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাই দেবাশীষ বিশ্বাসসহ পরিবারের অন্যান্য সদস্য এবং কর্মরত ধান কাটা শ্রমিকদের বেধড়ক মারপিট ও কুপিয়ে রক্তাত্ব জখম করে। তাদের হামলায় গুরুতর আহত অবস্থায় দেবাশীষ বিশ্বাসকে আমরা প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকি। ঠিক সেই মূহুর্তে হামলাকারী রবীনগংরা ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে একটি প্রতিকী মানববন্ধন করে আমার ভাই বিধান বিশ্বাসসহ আমাদের বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচার করে। যেখানে আমাদেরকে বিএনপি জামায়াত শিবির আখ্যাদিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন আমার ভাই বিধান বিশ্বাসহ আমাদের পরিবার সরাসরি জাতির জনকের আদর্শের আওয়ামী পরিবার। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের রেজুলেশন ও সুপারিশে দাকোপ উপজেলা ও খুলনা জেলা আওয়ামীলীগের সুপারিশ প্রাপ্ত মনোনয়নের জন্য প্রেরিত ৩ জনের প্যানেল প্রার্থীর অন্যতম একজন ছিল। তিনি নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাছাড়া ঘটনার দিন ও সময় আমার ভাই বিধান বিশ্বাস ঘটনাস্থলে না থেকে কিভাবে তাদের করা মিথ্যা মামলায় ২ নং আসামী হলেন সে বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক ওই সম্পত্তির উপর রবীনগংদের লোলুপ দৃষ্টি দীর্ঘ দিনের। তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এই হামলা এবং হামলা পরবর্তী মিথ্যাচার। এ সময় তার সাথে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জীবনানন্দ মন্ডল, বাজুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি প্রতাপ মিস্ত্রি, ্ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগনেতা সিরজিত জোয়াদ্দার, সুকুমার বিশ্বাস, মিঠুন বিশ্বাস, জয় বিশ্বাস, সুলেখা মন্ডল, জয়িতা বিশ্বাস, সুজন বৈদ্য উপস্থিত ছিলেন। বিধান বিশ্বাসের দলীয় মনোনয়নের ব্যাপারে জানতে চাইলে বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু সত্যতা স্বীকার করে বলেন, তিনি আওয়ামী লীগ সমর্থক এবং তার নাম নৌকার মনোনয়ন তালিকায় ইউনিয়ন, উপজেলার সুপারিশে প্যানেল তালিকা পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.