মমিনুল হক রাকিবঃ
দুই চাকার পরিবেশবান্ধব যানবাহন হলো সাইকেল। সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাব (EWUESC) এর উদ্যোগে সাইকেল চালানো সম্পর্কে সচেতনতা তৈরি করতে ২৪ ডিসেম্বর ২০২১-এ একটি বিজয় রাইডের আয়োজন করা হয়।
২৪ শে ডিসেম্বর বিজয় দিবসকে স্মরণে রেখে এই রাইডটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৩৫০ জন সাইক্লিস্ট ঢাকা শহরের কিছু এলাকায় সাইক্লিং করেছে। এই রাইডের রিপোর্টিং সময় ছিলো সকাল ৭ টায় এবং সকাল ৭.৩০ টায় বিজয় রাইডটি শুরু হয়েছিল।
রাইডাররা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি→আফতাবনগর→রামপুরা→হাতিরঝিল→কাওরান বাজার→পান্থপথ→কলাবাগান /32→ধানমন্ডি 27→মানিক মিয়া এভিনিউ→বিজয়
সরনী→মহাখালী →গুলশান1→পুলিশ প্লাজা→মেরুল→লিংক রোড→ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি→আফতাবনগর এলাকাগুলো সাইক্লিং করেছিল।
এই রাইডে আমাদের বেভারেজ পার্টনার হিসেবে ট্রান্সকম বেভারেজ, ভেলোস এবং মেঘনা গ্রুপ আমাদের টি-শার্ট পার্টনার, বেটার লাইফ হাসপাতাল আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পার্টনার হিসেবে, ম্যাট্রিক্স ড্রেস লিমিটেড আমাদের মাস্ক পার্টনার হিসেবে এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল টোয়েন্টি ফোর।
সাইকেল মানুষের জীবনে এবং পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। বাস, ট্রাক ইত্যদি যানবাহনের ফলে অনেক পরিমাণে পরিবেশ দূষিত হয়। কিন্তু সাইকেল চালানোর ফলে পরিবেশ সহ মানুষের শরীরিক উন্নতিও হয়। সাইকেল চালানোর মাধ্যমে মানুষের হৃদপিণ্ডে রক্ত সরবাহ বাড়ে এবং ফুসফুস দ্রুত সারা শরীরে অক্সিজেন সরবাহ করতে পারে। যেহেতু সাইকেল চালানোকে ব্যায়ামের সাথে তুলনা করা হয় তাই, কর্মক্ষমতা এবং শারীরিক গঠনেও উন্নতি আসে সাইকেল চালানোর মাধ্যমে। প্রতিদিন সাইকেল চালানোর মাধ্যমে মানবদেহ হতে ক্যালরি ক্ষয় হয়। যারফলে একজন ব্যক্তির শরীরের ওজনও দ্রুত হ্রাস হয়। সাইকেল চালানোর ফলে পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কমে যায়। পরিবেশের ভারসম্য বজায় থাকে।
১৯৯৯ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাব একটি উল্লেখযোগ্য এবং যুব-বান্ধব ক্লাব। যা সমাজের সুখ নিশ্চিত করার জন্য নিবেদিত এই ক্লাবটি বিভিন্ন পরিবেশগত এবং সামাজিক মাধ্যমে "জীবন বাঁচান, পৃথিবী বাঁচান" এর মূলমন্ত্র অনুসরণ করে চলছে। প্রতিষ্ঠার পর থেকে বিগত ২১ বছর ধরে, এটি দরিদ্রদের পুনর্বাসন, নতুন প্রজন্মের ক্ষমতা অন্বেষণ, বনায়নে যুবকদের উৎসাহ, সম্প্রদায় নির্মাণ ইত্যাদির মতো সামাজিক সহায়তা কর্মসূচিতে সক্রিয় রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.