(মোঃ সাইদুল ইসলাম) নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়নে আজ রবিবার (২৬শে ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ইউপি নির্বাচন ২০২১। নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বিজয়ী হয়েছেন বেশি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। বাকি ১ টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এক জন চেয়ারম্যান প্রার্থী। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন যে- বাঙ্গালী পুর ইউনিয়নের ডাঃ শাহাজাদা সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন যারা-কাশিরাম বেলপুকুর ইউনিয়নে-লানচু হাসান চৌধুরী, (গোলাপ ফুল)।খাতামধুপুর ইউনিয়নে - মাসুদ রানা পাইলট,(মোটরসাইকেল)।কামার পুকুর ইউনিয়নে- আনোয়ার হোসেন সরকার,(মোটরসাইকেল)। বোতলাগাড়ী ইউনিয়নে- মনিরুজ্জামান জুন,(ঘোড়া)। এর আগে সকাল ৮ টা থেকে ৫ টি ইউনিয়নের ভোট কেন্দ্র গুলোতে ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি পুর্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.