লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং ও লাখাই উপজেলার ২০ টি ইউনিয়নে নৌকা ১১ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৯ প্রার্থীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে রোববার (২৬-ডিসেম্বর) সকাল ৮- থেকে বিকাল ৪ ঘঠিকা প্রযন্ত লাখাই ও বানিয়াচং উপজেলার ২০ টি ইউপিতে শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে তথ্য সূত্রে ফলাফল বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে// বানিয়াচংয়ে ১৪টি ইউপি’র মধ্যে ৯টিতেই নৌকার প্রার্থী বিজয়ী, বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে উপজেলা পরিষদ হল রুমে একে একে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। এ উপজেলায় ১৪ ইউনিয়নের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে নৌকা মার্কার প্রার্থীরা। অপরগুলোতে বিজয়ী হয়েছেন আ’লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলার ১৪টি ইউনিয়নে যারা
বিজয়ী হয়েছেন তারা হলেন, ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে মিজানুর রহমান খান (নৌকা), ২নং উত্তর-পশ্চিম হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা) ৩নং দক্ষিণ-পশ্চিম আরফান উদ্দিন (নৌকা) ৫নং দৌলতপুর মঞ্জু কুমার দাশ, ৬নং কাগাপাশা এরশাদ আলী।
৭নং বড়ইউড়ি ফরিদ আহমেদ (নৌকা), ৮নং খাগাউড়া মাসুদ কোরাইশী মক্কি, ৯নং পুকড়া সামরুল ইসলাম (নৌকা), ১০নং সুবিদপুর জয় কুমার দাশ (নৌকা), ১১নং মক্রমপুর আহাদ মিয়া (নৌকা), ১২ নং সুজাতপুর সাদিকুর রহমান সাদিক, ১৩ নং মন্দরী শেখ সামছুল হক (নৌকা), ১৪ নং মুরাদপুর শেখ মিজানুর রহমান (নৌকা), ১৫ নং পৈলারকান্দি মোঃ নাছির উদ্দিন চৌধুরী। শীতের সকালে ভোট গ্রহন শুরু হওয়ার পর প্রথমে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। এরমধ্যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের সংখ্যাই ছিল বেশি এছাড়াও আইনশৃঙ্খলা বাহীনির তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
লাখাইয়ে চেয়ারম্যান পদে ২টিতে নৌকা ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী// লাখাইয়ে ৪র্থ ধাপে অনুষ্ঠিত ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে নৌকা এবং ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। স্বতন্ত্রদের মধ্যে দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং বাকি দুটি আওয়ামী লীগের বিদ্রোহী গতকাল রাতে উপজেলা পরিষদ হল রুমে বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান তিনি জানান, ১নং লাখাই ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ৬০০৬ ভোট পেয়ে আরিফ আহমেদ রুপন।
২নং মোড়াকরি ইউনিয়নে ৬০৫১ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে ফয়সল মোল্লা, ৩নং মুড়িয়াউক ইউনিয়নে আনারস প্রাতীক নিয়ে ৩৯৪৫ ভোট পেয়ে মো. নোমান মিয়া, ৪নং বামৈ ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ৪৬৩২ ভোট পেয়ে আজাদ হোসেন ফুরুখ, ৫নং করাব ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫১৫৮ ভোট পেয়ে মো. আব্দুল কদ্দুস এবং ৬নং বুল্লা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৪৬৩৩ ভোট পেয়ে এডভোকেট খোকন গোপ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.