আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় প্রসুতি এক মায়ের সিজারের সময় নবজাতকের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বেসরকারী হসপিটালের ডাক্তারের বিরুদ্ধে।
এ ছাড়াও প্রসুতি মা স্বর্ণার পেটের সেলাই কাটার পর পেট ফুলে পানি বের হওয়ারও অভিযোগ রয়েছে। স্বর্ণার দাবি তার পেটের উপরের অংশে সেলাই করা হলেও ভিতরের অংশ সেলাই করেনি কর্তব্যরত ডাঃ আয়েশা তাইয়্যেবা। অভিযোগটি উঠেছে ভালুকার সরকারী হাসপাতাল রোডে অবস্থিত একটি বেসরকারী প্রতিষ্ঠান “খোদেজা হালিম হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে এক ক্লিনিকের বিরুদ্ধে।
জানা গেছে উপজেলার কাইচান গ্রামের আশফুল ইসলামের অন্ত:সত্ত্বা স্ত্রী স্বর্ণা আক্তার প্রসব ব্যাথা নিয়ে ১৯ ডিসেম্বর“খোদেজা হালিম হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন।তাৎক্ষনিক ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে ঐ ক্লিনিক মালিক ডাঃ ইমরুল কা্য়সারের স্ত্রী ময়মনসিংহ মেডিকেলের কিডনী ইউনিটের ডাঃ আয়েশা তাইয়্যেবা জরুরী ভিত্তিতে তারাহুরা করে সিজারিয়ান অপারেশনটি করেন।যার ফলে প্রসুতি মা ও নবজাতকের এ অবস্থা হয়েছে বলে দাবী করছেন স্বর্ণার পরিবার। বর্তমানে প্রসুতি মা ও সন্তানের শারীরিক অবস্থার খুব একটা ভাল নেই। এর আগেও এই হসপিটালের বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.