চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চারটি ইউনিয়নের সবগুলোতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে। চারটি ইউনিয়নের মধ্যে নৌকার কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি। চার ইউনিয়নের তিনটিতেই তৃতীয় অবস্থানে রয়েছে নৌকা।
তিন ইউনিয়নে স্থানীয় বিএনপি সমর্থিত ও একটিতে জামায়াত সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ান। নাচোল উপজেলার কসবা ছাড়া বাকি ৩ ইউনিয়ন নাচোল সদর, ফতেপুর ও নেজামপুর ইউনিয়নে তৃতীয় স্থানে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়,নাচোল উপজেলার কসবা ইউনিয়নে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে জাকারিয়া আল মেহরাব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১০৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৯৪৭৭ ভোট। আজিজুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান। আরেক স্বতন্ত্র প্রার্থী সোলাইমান আলী আনারস প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট।
ফতেপুর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭২৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৮২৩ ভোট। নৌকা প্রতীকে ৬৪৫১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইসমাইল হক অপু। চশমা প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ১৫৩ ভোট। এই ইউনিয়নে দ্বিতীয় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
নাচোল ৩নং ইউনিয়নে আনারস প্রতীকে ৯১৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (বিএনপি সমর্থিত) স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসবাউল গনি চশমা প্রতীকে পেয়েছেন ৭৮৬৩ ভোট। নৌকা প্রতীক নিয়ে কাবুল হোসেন পেয়েছেন ৫০৮৪ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী ফাইজুদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট।
নেজামপুর ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী অংশ নেয়। এখানে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিনুল হক। মোটরসাইকেল প্রতীক নিয়ে স্থানীয় জামায়াত সমর্থিত এই স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৬৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আওয়াল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬১১৫। নৌকা প্রতীকে ৬০৩৪ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নজরুল ইসলাম।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান,কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে নাচোল উপজেলার চারটি ইউপির ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২প্লাটন বিজিবি,এছাড়া র্যাব,পুলিশ,আনসার নির্বাচন সুষ্ঠ করতে নির্বাচনী কাজে নিয়োজিত ছিলো
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.