মাসুম বিল্লাহ ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় ইন্টার্ন চিকিৎসক ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন তৌহিদুল ইসলাম । বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকের হলেন তৌহিদুল ইসলাম তুহিন। তিনি শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক।
এ তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এসআই শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক তুহিন শজিমেক এর সামনে ( ২ নম্বর গেট এর বিপরীত পাশে) অবস্থান করছিলেন। তার সঙ্গে আরেকজন ছিলেন। ওই সময় ছিনতাইকারীরদের কবলে পড়েন তারা। একপর্যায়ে ছিনতাইকারীদের সঙ্গে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঐ সময় ইন্টার্ন চিকিৎসক তুহিন ছুরিকাঘাতের শিকার হন। তার উরুতে ২ টি ছুরিকাঘাত করা হয়। পরে তুহিনের মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
তিনি আরও জানান, ছুরিকাঘাতের শিকার হওয়ার পরে স্থানীয়দের সহায়তায় তুহিনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত। ছিনতাইকারীদের ধরতে ঘটনার পর থেকেই অভিযান চলছে। তারা (ছিনতাইকারী) তিনজন ছিল বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.