মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে ২৮০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ বেলী নামের এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মো. ময়নাল প্রামাণিকের স্ত্রী মোছা. বেলী (৪০)। জানা গেছে, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সূত্রে জানতে পারে যে শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন নারী মাদক ব্যবসায়ি অবস্থান করছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় উপ-পরিদর্শক মো. আবির হাসান, এ.এস.আই মো. নিজাম উদ্দিন, এ.এস.আই মোছা. মোসলেমা খাতুনসহ টিম গঠন করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই এলাকার মোছা. বেলীর শয়ন কক্ষ থেকে ২৮০পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়িকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.