১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসর ঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধ*র্ষন করা হতো, এভাবে একশত ধ*র্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো তৎকালীন ক্ষমতাসীন দলের অংগ সংঘটন ছাত্রলীগের সোনার ছেলে "জসিমউদদীন মানিক"! এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁ*সি হয় নি। বরং মিডিয়ায় এসবের আলোচনা দেখে সে দেশ ছেড়ে পালিয়েছিল । এখন সে আমেরিকাতে আছে!
২০২১ সালে জুন মাসে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে বেড়াতে গিয়েছিল স্বামী-স্ত্রী! সেইখানে তাদের পথ রোধ করে ছাত্রলীগের সন্ত্রা*সীরা! স্বামীকে বে*ধে রেখে স্বামীর সামনেই সারা রাত Ra-pe করে স্ত্রীকে! পরদিন ঘটনা জানাজানি হলে পুলিশ তাদের গ্রেফতার করে! কিন্তু ক্ষমতার জোরে ১মাসেই সবার জামিন হয়ে যায়! এখনও সেই মামলা বিচারাধীন!
দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কু*পিয়ে তার মাথা কয়েক ভাগ করে সিলেটের বদরুল! সে ছাত্রলীগের স্থানীয় ক্যাডার! খাজিদার ভাগ্য ভালো ম*রতে ম*রতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।
২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে একসাথে ধ*র্ষন করে মাথা ন্যাড়া করে দেয় যুবলীগের প্রভাবশালী নেতা তুফান! তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁ*সি হয় নাই । বর্তমানে তুফান জামিনে মুক্ত আছে ।
সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধ*র্ষন করার পর হ*ত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষন*কারী কেউ গ্রেফতার হয় নি। আজও তার বিচারও হয় নাই । ডক্টর আসিফ মাহাবুব উৎস স্যার বহু চেষ্টা করেও কিছু করতে পারেন নাই ।
৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধ*র্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর নীরব! সাক্ষী! ধ*র্ষক আওয়ামী লীগের নেতা রুহুল আমীনের ফাঁ*সির দাবি উঠলেও, ফাঁ*সি কিন্তু হয় নি। তাকে গ্রেফতারও করা হয়েছে! বর্তমাণে সে জামিণে মুক্ত হয়ে বাদীকে হু*মকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য ।
কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায় ৭ বছরের শিশুকে ধ*র্ষণ করার পর শ্বাস-রুদ্ধ করে হ*ত্যা করা হয়, ধ*র্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁ*সি হবে না।
গত কয়েক বছর আগে দেখলাম গাজীপুরে ৩ বছরের শিশুর যৌ*নাঙ্গ ব্লেড দিয়ে কে*টে ধ*র্ষন করে হ*ত্যা করা হয়, সেই ধ*র্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁ*সি কিন্তু হয় নি।
এভাবে আরো কতো ধ*র্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধ*র্ষকরা জেলে যায় ঠিকই, কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
আমরা ধ*র্ষকের ফাঁ*সি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধ*র্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যু*দন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধ*র্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলা-ঙ্গার।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd