সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে আদালত। জানা যায়, ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (SKISC)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের হওয়া এক রিটের প্রেক্ষিতে আদালত এ নোটিশ জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ডিসিকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। এর আগে গভর্নিং বডির সভাপতি হিসেবে ডিসি সারওয়ার আলমের স্বাক্ষরে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে শিক্ষা মহলে আলোচনা-সমালোচনা চলছে। বিপ্লব পাল, সিলেট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।