বিলালুর রহমান জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১৫জন খামারীদের মধ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫জন খামারী পেল বকলা গরু।
৩০ ডিসেম্বর দুপুর বৃহস্পতিবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে শংকর জাতের বকনা (গরু) বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার ১৫ জন খামারীদের মধ্যে শংকর জাতের বকনা প্রজাতীর গরু বিতরন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টার ডক্টর আনোয়ার সাদাত, জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ সহ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তা বৃন্দ সহ উপকারভোগী সদস্যরা।
অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য এই প্রকল্পের মাধ্যেমে আজ যারা বকনা গরু পেলেন তারা আরও কঠোর প্ররিশ্রমের মাধ্যমে কাজ করলে প্রকল্পের সফলতা আসবে। গরুটির প্রতিপালন যত্ন নিলে আপনি উন্নতি সাধিত করতে পারবেন। আপনার কাজের মাধ্যমে প্রকল্পের সফলতা আসবে। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রকল্প ধরে রাখতে এবং প্রকল্পের আরও সুবিধা পেতে হলে উপকারভোগীরা নিরলস কাজ করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.