স্বপন কুমার রায় ও সোহাগ আলী:
বাংলাদেশের অক্সিজেন খ্যাত ঠাকুরগাঁও জেলার রেমিট্যান্স যোদ্ধাদের হাঁতে গড়া ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠন ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, সামাজিক সংগঠন। মানবতার সেবার লক্ষ্যে স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ।
এই সংগঠনের মানবিক প্রবাসী যোদ্ধারা নিজেদের উদ্যোগে স্বেচ্ছায় গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ , বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন শরীফ ও নগদ অর্থ প্রদান, দরিদ্র অনেক মেয়ের বিয়েতে নগদ অর্থ দিয়ে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, কম্বল বিতরণ, ক্যান্সার রোগী সহ গরিব অসহায় অনেক রোগীকে চিকিৎসা সেবা বাবদ অর্থ প্রদান সহ নানা রকম সমাজসেবামূলক কাজ করে সংগঠনটি অল্প সময়ে ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা গেছে, এই বছর ২০২১ সালের জুন মাসে ঠাকুরগাঁও জেলা প্রবাসী নামে সংগঠনটির আত্নপ্রকাশ ঘটে । অল্প কয়েক মাসে স্বচ্ছতার সহিত নানা রকম সমাজসেবা মূলক কাজের ফলে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে সংগঠনটি, এইসব দেখে ঠাকুরগাঁও জেলার অন্যান্য মানবিক প্রবাসীরাও এগিয়ে আসছে।
বর্তমানে এই সংগঠনের প্রবাসী সদস্য সংখ্যা ২৫০ জন যেখানে প্রায় ৪২ টি দেশের প্রবাসী যোদ্ধারা রয়েছে।
এইবারের শীতে কম্বল বিতরণ প্রজেক্ট হাতে নেওয়ার পর এই ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় এই পর্যন্ত মোট ২০০ এর অধিক উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।
এই ধারাবাহিকতায় ২৯ ও ৩০ ডিসেম্বর রাণীশংকৈল উপজেলার কলিগাঁও গার্লস স্কুল মাঠে অত্র এলাকার গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কার্যকারী উপদেষ্টা আনারুল ইসলাম ও তার বাবা তৈইবুর রহমান, প্রধান উপদেষ্টা কামাল এর ছোট ভাই আমানুল্লাহ আমান, অর্থ সম্পাদক মহিদুর আহমেদ এর বাবা নওশাদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের-এর বাবা জালালউদীন, শাহ আলমের বাবা, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ বিল্লাল এর মা, মিডিয়া ও মানবাধিকার কর্মী সোহাগ আলী সহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ।
এইসময় সংগঠনটির কার্যকারী উপদেষ্টা আনারুল ইসলাম বলেন, দূর প্রবাসে থেকেও দেশের প্রতি ও নিজ জেলার মানুষের প্রতি ভালোবাসার টানে কষ্টে উপার্জিত টাকা হতে আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা স্বেচ্ছায় মানব সেবায় এগিয়ে এসেছি। আমরা এর বিনিময়ে কিছুই চাইনা শুধু আমাদের জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। আর সমাজের বিত্তবান ও অন্যান্য প্রবাসীদের প্রতি আহ্বান রইল আপনারা নিজ নিজ জায়গা থেকে সমাজ সেবায় এগিয়ে আসুন।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.