নোমান পারভেজ,
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় রাশেদুল ইসলাম টিটু (১৭) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নিহত স্কুলছাত্র উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে রাশেদুল ইসলাম ফেল করে। পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ কক্ষে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে রাশেদুল ইসলামকে উদ্ধার করে ধামরাই হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত স্কুলছাত্র রাশেদুল ইসলাম ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রর আত্মহত্যার বিষয়ে ধামরাই থানার এসআই একেএম সাইদুজ্জামান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় একছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.