হেলাল হোসেন কবির:
আজ ৩১ ডিসেম্বর বেলা ১১ ঘটিকায় লামনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামে বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি দান ও বাড়ি নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও বাড়ি প্রদান করা হবে। সেই প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ১২৫ বাড়ি নির্মাণ করতে যাচ্ছে সরকার।
“মুজিববর্ষ” উপলক্ষে “ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ কাজের অধিকার শেখ হাসিনার উপহার বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান, (রাজস্ব) টি এম এ মমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, রেভিনিউ ডেপুটি কালেক্টর জি আর সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ওবাইদুর রহমান,পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.