আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গালুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়নের ১ নং প্যানেল চেয়ারম্যান, সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি ও মৃত মোজাম্মেলের ছেলে আমিনুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়।
শুক্রবার সকাল ৯ টার দিকে ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাটের দক্ষিন মাথায় জাহাঙ্গীরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী একই এলাকার মৃত আলীম মোল্লার ছেলে ও উপজেলা কৃষকদলের আহবায়ক, সাবেক ইউপি সদস্য মো. গোলাম ফারুক মোল্লা।
তিনি অভিযোগ করে বলেন, মীরের হাট এলাকায় তার মালিকানাধীন একটি ভবন রয়েছে। যা বিক্রির জন্য স্থানীয় দুই ভাই জহিরুল ও মহিউদ্দিনের সাথে ৩৫ লক্ষ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আজ সকালে তাদের বাড়ি গিয়ে বায়না হিসেবে তাদের মা আনোয়ারা পারভিনের কাছ থেকে ১০ লক্ষ টাকা গ্রহন করে বাড়ি যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আমিনুল ইসলাম, বাদল, মনির, তাওহীদসহ ১০/১৫ জন হাতে লোহার হাতুরী, দাও, লোহার রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার কাছে থাকা ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রক্ত, ফুলা, জখম করে। তখন জীবন বাঁচাতে ফারুক মোল্লা ঘটনা স্থানের পাসের জাহাঙ্গীরের দোকানে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য সাবেক শ্রমিক দল সভাপতি মো. আমিনুল ইসলাম টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে জানান, সমাজে আমাকে এবং আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার ভাই আবুল কালাম আজাদ লিটনকে (সি আই পি) জড়িয়ে মহিলাদের ন্যাংটা ছবি দিয়ে রাতে বাজারে ফারুক মোল্লা পোষ্টার লাগিয়েছে। আমি খবর পেয়ে রাতে বাজারে এসে ফারুক তাকে না পেয়ে চলে যাই। সকালে তাকে বাজারে পেয়ে পোলাপানে কি করছে তা আমার জানা নেই।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ঘটনা শুনে স্থানে এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.