মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ১০ নং হরিণচড়া ইউনিয়ন পরিষদে ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারের দেয়া ঈদ উপহার হিসাবে অসহায়, দুঃস্থ অন্যান্য দুর্যোগাক্রান্ত ও অতিদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ই মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাসেল রানা। তদারকি কর্মকর্তা হিসাবে দ্বায়ীত্ব পালন করেন, সহকারী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম। এ সময় ইউপি সদস্য লুৎফর রহমান, আজিজুল ইসলাম, তরিকুল ইসলাম,আব্দুল করিম, ইউপি সচিব, উদ্যোক্তা সহ সকল ইউপি সদস্যগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিহারা এলাকার সুবিধাভোগী সাহাজান আলী জানান,সরকারের দেওয়া ঈদ উপহার ১০ কেজি চাল পেয়ে আমি অনেক খুশি। চেয়ারম্যান রাসেল রানা বলেন, সরকারের দেয়া ঈদুল-ফিতর উপলক্ষ্যে অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ ২৫৫৭ টি পরিবারের মাঝে ২৫টন ৫৭০ কেজি ভিজিএফ চাল জন প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd