ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঈদগাঁও উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমান উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান মরহুমের বাড়িতে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউসুফেরখীল গ্রামের মরহুম মাস্টার মোঃ হোসাইনের পুত্র। তিনি সাত ছেলে, স্ত্রী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আমান উল্লাহ খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দীর্ঘ বছর শিক্ষকতা করেছেন। মরহুমের ভাইপো দেলোয়ার হোছাইন সাঈদী জানান, একই দিন বাদে এশা ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব ইউসুফেরখিল জামে মসজিদ প্রাঙ্গনে তার দাফন ও জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি মরহুমের পুত্র প্রভাষক নাজমুল হোসাইন সাজেদও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিশ্বাস নিশ্চিত করেছেন। এদিকে ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী/ শিক্ষক বাবু সুজয় কান্তি মঙ্গলবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় ঢলে পড়েন। ছাত্র- শিক্ষকরা তাকে ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা নিশ্চত করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।