-- একটি বছর --
কাটিয়া গেলো জীবন থেকে
কমেছে হায়াৎ
এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে
আরও একধাপ এগিয়ে
নতুন বর্য পঞ্জি দেয়ালে টানিয়ে।।
-- আমি শুধুই ভাবি --
অনেকে হয়তো করছে উল্লাস
আনন্দের পাটি বিছিয়ে,
কিন্তু এটাই কি জীবন মানে?
শুধুই কি বিলাসিতা ছাপিয়ে।।
-- ভাবিয়াছো কি? --
এসেছি দুনিয়ায়,
খনিক সময়ের জন্য,,
এই পৃথিবীটা তো শুধু
একটা পরিক্ষার ক্ষেত্র।।
--- কবি একটু ভাবো! --
একদিন মৃত্যু হবে
তোমার আমার সকলের,
শেষ হবে জীবন
সুন্দর চেহারা
--- থামবে জানি -
রুপ আর যৌবনে।।
--- তারপর --
পড়ে থাকবে নিথর দেহ
ঐ কবরের মাটিতে,
কেহ আর নিবেনা খোজ
ঘুমাবে চিরন্তন নিখোজে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.