ভোলা,১৬ মার্চ,২০২৫,(সংগ্রাম) : ভোলায় প্রাথমিক শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ভোলা সরকারী ফজিলতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইস্রাফিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভোলা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এজাজুল হক ও আবু তাহের,ভোলা সরকারী কলেজের শিক্ষক মিজানুর রহমান,শিক্ষক আমিনুররহমান,শাহ মো: ফরিদ উদ্দিন ও কামরুল হাসান প্রমূখ। ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ মাহফিলে সদর উপজেলার প্রায় দের শতাধিক প্রাথমিক শিক্ষক উপস্থিত হয়েছেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd