মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এম,এস,আর সামগ্রী ক্রয়ের নিমিত্তে রাখা ২টি টেন্ডারবাক্সে পোড়া মবিল ঢেলে দেওয়ার অভিযোগে মো: লাবু (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের সহকারী সার্জন ডা: মো: সাকিব ইবনে শহীদুল্লাহ অভিযুক্ত লাবু সহ ৮ জনের নাম উল্লেখ করে ২/৪ জনকে অজ্ঞাত করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরনে জানা যায়, ঐ দিন এম,এস,আর সামগ্রী ক্রয়ের নিমিত্তে দরপত্র দাতা-প্রতিষ্ঠানের নিকট পৃথক সীল মোহরকৃত খামে দরপত্র আহবান করা হয়। ঐ দিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দরপত্র জমা দানের সময় নির্ধারিত ছিল। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় প্রশাসনিক শাখার বারান্দায় ২টি টেন্ডার বাক্স রাখা হয়। এ সময় লাবু সহ ১০/১২ জন গিয়ে ২লিটার পানির বোতলে পোড়া মবিল ঢেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিউটিরত পুলিশ কর্মকর্তারা লাবুকে পোড়া মবিলের বোতল সহ আটক করলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে দুপুরে টেন্ডার অপেনিং কমিটির উপস্থিতিতে টেন্ডার বাক্স ২টি খোলার পর দেখা যায় সেখানে ৬৭টি দরপত্র কাগজের প্যাকেট পরেছিল সেগুলো মবিল দিয়ে নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, পৌর শহরের শান্তিনগর এলাকার ফজির হোসেনের ছেলে লাবু (৪৯), একই এলাকার শাহাজাহানের ছেলে আজাহার ড্রাইভার, সাহেদ, তুহিন, সাইদি, সাদ্দাম, বুস, মানিক সহ অজ্ঞাত ৩/৪ জন। অন্যান্য আসামীদের আটক করতে পারেনি পুলিশ।
মোঃ মজিবর রহমান শেখ
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.