রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি::
সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস রোমে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের (২০২২ সালের) বই তুলে দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের শুধু বই নিয়ে গেলে চলবেনা মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। মা-বাবা ও শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা বিনির্মান করতে হবে।
তিনি এ বিষয়ে শিক্ষার্থীর অভিভাবকদের আরো সচেতন হওয়ারও আহবান জানান।
বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অন্যানোর মধো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মোকলেছুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, (ইউ আর সি) ইন্সষ্টেকটর হারুনুর রশীদ চৌধুরী, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবি রাণী রায়, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, বিদ্যালয়ের শিক্ষক - অভিভাবক কমিটির সহ সভাপতি সমর সূত্রধর সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.