হেলাল হোসেন কবিরঃ একটি মেয়ে লালমনিরহাট শহরে
কিছুটা মানসিক ভারসাম্যহীনবস্থায় ঘুরতে থাকে।সেই সংবাদ যায় লালমনিরহাট সদর থানায়। সেখানে থানার অফিসার ইনচার্জ শাহা আলমের নের্তৃত্বে থানা পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে তাহাকে হেফাজতে নেয়। পরবর্তীতে নারী শিশু হেল্প ডেক্সের অফিসারের মাধ্যমে জিজ্ঞাসাবাদে জানাতে পারে তাহার নাম লুসিয়া টুডু (১৫), পিতা- লুইস টুডু, সাং-বনগ্রাম, থানা- তানোর, জেলা- রাজশাহী। পরে লালমনিরহাট পুলিশ রাজশাহী জেলার তানোর থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাহার বাড়ীতে সংবাদ দেয়।
সেই সংবাদ পাওয়ার পর লুসিয়া টুডু'র পিতা লুইস টুডু ও তার মা লালমনিরহাট থানায় আসেন। নতুন বছরের ১জানুয়ারি জিডি মূলে উক্ত লুসিয়া টুডু (শাওতাল কন্যা) কে তাহার অভিভাবকের জিম্মায় প্রদান করে।
জানা যায়,লুসিয়া টুডু (শাওতাল কন্যা) কিছছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভুলক্রমে বাস যোগে লালমনিরহাটে চলে আসেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। তার ভাষা ও চালচলন দেখে স্থানীয়দের মাঝে কিছুটা সন্দেহ হয়। পরবর্তীতে কেউ পুলিশকে সংবাদ দিলে মেয়েটির নিরাপত্তার জন্য তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে তাহাকে হেফাজতে নেয় লালমনিরহাট পুলিশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.