রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চুরি, ধর্ষণ, বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মুসা কলিমুল্লাহ, ওসি মুহা আরশেদুল হক,বিজিবি পাব্বর্তীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোজ্জাম্মেল, ধর্মগড় ক্যাম্পের নায়েক সুবেদার মমিন, উপজেলা বিএনপি'র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আতিকুর রহমান বকুল, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পি, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশীদ শাউন, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, গ্রাম্য কো-অডিনেটর রশিদা আকতার প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd