স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল পাওয়ার প্লান্ট এ অঞ্চলের মানুষের আশির্বাদ। প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগেই বহুমুখি সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। এটি চালু হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক কর্মকান্ডও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।
আজ (সোমবার) সকালে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সপ্তাহ ব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ কথা বলেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড-বিআইএফপিসিএল এই অনুষ্ঠানের আয়োজন করে।
রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রামপাল উপজেলা চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইএফপিসিএল’র ম্যানেজার (এইচ আর ) তরিকুল ইসলাম।
উল্লেখ্য, রামপাল পাওয়ার প্লান্টের উদ্যোগে রামপাল উপজেলার মোট ১০টি ইউনিয়নসহ পাশর্^বর্তী মোংলা উপজেলার কয়েকটি ইউনিয়নে সপ্তাহ ব্যাপী প্রায় ৬ হাজার কম্বল বিতরণ করা হবে। এর আগে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৩ হাজারেরও অধিক কম্বল বিতরণ করা হয়েছে।(তথ্য বিবরনী পি আইডি খুলনা।)।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.