হেলাল হোসেন কবিরঃ
৩ জানুয়ারী (সোমবার) দুপুরে লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী লাললমনিহাট জেলা মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিরসদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাড.জিন্নাত ফেরদৌস আরা রোজী,প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং জেলা বিএনপি লালমনিরহাটের সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।সম্মেলন উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, প্রধান বক্তা জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতানা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুনাহার বেবি, সাইদা রহমান, রোজিনা ইসলাম,
জাতীয়তাবাদী মহিলা দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. রিনা পারভীন,
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপি,
সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলেন, বর্তমান সরকার শুধু স্বপ্ন দেখে আর আমরা স্বপ্ন বাস্তবায়ন করবো। আমাদের নেতা স্বপ্ন বাস্তবায়ন করা শিখিয়েছে। আমরা এমন স্বপ্ন বাস্তবায়ন করবো আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন এবং আগামীতে রাষ্ট্র পরিচালনা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন। এছাড়া দ্রব্যমুল্যের উর্দগতি সহ নানাবিষয়ে সমালোচনা করেন তারা।
এসময় লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুম্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, আফজাল হোসেন, সাজু পাটোয়ারীসহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস লালমনিরহাট জেলা মহিলা দলের আংশিক মহিলা দলের কমিটি ঘোষণা করেন। এতে এ্যাড.জিন্নাত ফেরদৌস আরা রোজীকে সভাপতি, শামস ই রহমান নুপুরকে সহসভাপতি এ্যাড. আন্জুমান আরা শাপলাকে সাধারণ সম্পাদক এবং বেলিকে সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.