মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার
নেত্রকোণা জেলা প্রতিনিধি
আজ (০৩ জানুয়ারি) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে পূর্বধলা উপজেলা ধলামুলগাও ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে বার জন প্রার্থী । পূর্বধলা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থীসহ ও সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সগ্রহ ও জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোঃ ছাদেক মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ, ইসতেয়াক আহমেদ।খান মোহাম্মদ, মোঃ আব্দুল হালিম খান, মোঃ রুহুল আমিন মোঃ এনামুল হক, এ কে এম মাহাবুবুর রহমান,মোঃ রুবেল খান মোঃ আব্দুর রহমান, মোঃ শেখ বিজয়, মোঃ রুবেল রেজুয়ানুর রহমান উলেখ্য তৃতীয়বারের মতো দলীয় প্রর্তীকে নির্বাচন হতে যাচ্ছে।
সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খান এর মৃত্যর পর উপনির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়
ষষ্ঠ ধাপে তফসিল ঘোষণা হয়েছে, ৩ জানুয়ারি মনোনয়ন পত্রের জমাদানের শেষ দিন, ৬ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। উক্ত ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২২হাজার ৪শ ৭২জন ভোটার রয়েছে । উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মনোনয়ন পত্র যাচাই-বাচায়ের মাধ্যমে সুষ্টু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার ইউনিয়নের ভোটারগণ ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন। এইজন্য ভোটারদের ইভিএম পদ্ধতির শেখানোর জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করা হবে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.