মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার নন্দীগ্রামে শীতের তীব্রতার সাথে সাথে রোটা ভাইরাস সংক্রমণে বাড়ছে শিশুদের ডায়রিয়া। এছাড়া সর্দি-কাশি ও নিউমোনিয়ার রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আর.এম.ও) ডাঃ ইকবাল মাহ্মুদ লিটন জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগীই হাসপাতালে আসছে। বিশেষ করে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। রোটা ভাইরাস সংক্রমণের কারণে শিশুদের ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন গত নয় দিনে ৬৬ জন শিশুকে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার বেলঘড়িয়া গ্রামের শিশু মাহ্মুদ হাসানের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলের ডায়রিয়া শুরু হলে ডাক্তারের পরামর্শে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করাই। এখন অনেকটাই ভালো আছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাহালু উপজেলার শান্তা গ্রামের ৬মাসের শিশু জাজিম বাবুর মা জাকিয়া সুলতানা বলেন, গত দুই দিন হলো আমার ছেলে বার বার বমি ও পাতলা পায়খানা করছিল। ডাক্তারে পরামর্শে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এখন এখানেই চিকিৎসা চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের যেন ঠান্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এছাড়া শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি গরম খাবার ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.