সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ০৪.০১.২০২২
বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার রাত ৯টার দিকে ওই যুবককে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী হিনদুটারী এলাকা থেকে আটক করে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবি মামলা দিয়ে ওই যুবককে পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ মঙ্গলবার তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হাজতে প্রেরণ করে। আটক ওই যুবকের নাম আনোয়ারুল হক (২১)। সে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার শেউটি -২ গ্রামের সাইফুর হকের ছেলে।
ওই এলাকার সুলতান মিয়া জানান, সোমবার রাত ৯টার দিকে কাঁটাতারের বাহিরে বসবাসকারী আটক ভারতীয় ওই যুবক ৯৪২ নং আন্তর্জাতিক মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সে মদপ্য পান করা অবস্থায় মাতাল হয়ে গংগারহাট এলাকার বিভিন্ন জনকে গালমন্দ করে। তাকে বাধা দিতে গেলে ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে গংগারহাট এলাকার রবিদাস চন্দ্রের ছেলে নানটু চন্দ্র কে আঘাত করে। নানটু চন্দ্র গুরুতর আহতের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্ল গিয়ে আটক যুবককে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। অপর দিকে আহত যুবককে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিহাট ১৫ বিজিবি’র অধিন কাশিপুর কোম্পানি কমান্ডার আশরাফ আলী ঘটনার সত্যতা শিকার কর বলেন, আটক যুবক বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজিব কুমার রায় জানান, বিজিবি বাদী হয়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামীকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.