ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ জাতীয় সুফি জাগরণ পরিষদের আয়োজনে সুফি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় সুফি জাগরণ পরিষদের সভাপতি আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙ্গালী চিশতী আল নিজামী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইরান দূতাবাসের ইসলামী প্রজাতন্ত্রের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মুহাম্মদ, বাংলাদেশ বাউল ও লোক শিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার,জাতীয় সুফি জাগরণ পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আনিসুর রহমান হোসাইনী চিশতী,বিশিষ্ট সুফি লেখক আরিফ দেওয়ান সহ জাতীয় সুফি জাগরণ পরিষদের বিভিন্ন জেলার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd