তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জামায়াতের সক্রিয় নেতার ভাগ্নে আবুল খায়ের। নৌকার প্রার্থীতা ঘোষণার পরপরই স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী এমন অভিযোগ তুলে অনতিবিলম্বে আবুল খায়ের এর প্রার্থীতা বাতিলের দাবি জানান স্থানীয় নেতাকর্মীরা।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতের সক্রিয় নেতা মাওলানা সামছুজ্জামান ও সিলেট কৃষক দলের আহবায়ক নুরুজ্জামান এর আপন ভাগিনা আবুল খায়ের।
শুক্রবার (৭ জানুয়ারি) আওয়ামীলীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাহিরপুর উপজেলার নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
সক্রিয় জামায়াত নেতার ভাগিনার নাম ঘোষণার পরপরই উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, নৌকার প্রার্থী আবুল খায়ের সক্রিয় জামায়াত নেতার ভাগিনা। আমরা আওয়ামীলীগের নিবেদিত কর্মীরা তাকে মেনে নিতে পারবো না।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী মেম্বার জানান, নৌকার প্রার্থী হিসেবে আবুল খায়ের এর নাম ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে তার মনোনয়ন বাতিল না করলে এ ইউনিয়নে নৌকার ভরাডুবি হবে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত। কিন্তু নৌকার প্রার্থীতা ঘোষণার পরপরই এ ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.