মোঃ মামুন হোসেন বেনাপোল ঃ
অবৈধ পথে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ২১ বাংলাদেশীদের মধ্যে নারী ১০জন, পুরুষ ৬জন ও শিশু ৫ জন।
শুক্রবার (৭ জানুয়ারী) বিকালে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের ওপার বাংলার পেট্টাপোল ইমিগ্রেশন বাংলাদেশ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, স্বদেশ প্রত্যাবাসনের মাধ্যমে ২৮ জনের আসার কথা থাকলেও ৬ জনের শরীরে করোনার নতুন ভাইরাস ওমিক্রন সনাক্ত হওয়ায় তাদেরকে সেদেশে কোয়ারান্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছে। এবং অপরজন কাগজের ত্রুটির কারণে আসতে পারেনি।
পাচারের শিকাররা জানান, ভালো কাজের প্রলোভনে দালানের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে পাচার হওয়া ২১ বাংলাদেশী বিভিন্ন মেয়াদি কারাভোগ শেষে তারা বাড়ি ফিরছেন।
তবে বিভিন্ন পথে এভাবে পাচার হওয়া বাংলাদেশীদের দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।
জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী ও যশোর রাইডস্ এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.